বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায়, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা, শিক্ষাঙ্গনে প্রত্যাশিত ছাত্ররাজনীতির ধারা, শিক্ষার পরিবেশ ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে মূল্যায়ন ও প্রস্তাবনা, আবাসন ও খাবারের মানোন্নয়ন, শিক্ষাঙ্গনে কাঠামোগত নিপীড়ন, নারী শিক্ষার্থীদের শিক্ষার প্রতিবন্ধকতাসহ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোওয়ারী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান রিংকু, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি-রেজা শরীফ, সহ-সভাপতি কাইয়ুম তালুকদার ও লোকমান রাব্বি, সিনিয়র যুগ্ম সম্পাদক তানভীর রহমান তুলিব ও যুগ্ম সম্পাদক-রুহুল রাজীব, সাংগঠনিক সম্পাদক রউফুন রীশাদ হামিমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মতবিনিময় সভায় জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নামে অপরাধের রাজত্ব কায়েম করেছে। গেস্টরুম কালচারের নামে সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বর নির্যাতন, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, জোরপূর্বক মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করানো—এসব ঘটনাই ছাত্ররাজনীতিকে শিক্ষার্থীদের চোখে ঘৃণার প্রতীকে পরিণত করেছে।
আসাদুজ্জামান রিংকু বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ক্যাম্পাসভিত্তিক ইতিবাচক রাজনীতির ধারা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানবিক ও কল্যাণমূলক নানা কর্মসূচি পরিচালনা করছে।
আপনারা জানেন, নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ’-এর নামধারী সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনে একের পর এক ন্যক্কারজনক কর্মকাণ্ড পরিচালনা করে সাধারণ শিক্ষার্থীদের আতঙ্কিত করছে। এই প্রেক্ষাপটে ছাত্রদল শিক্ষার্থীবান্ধব কর্মসূচির মাধ্যমে তাদের আস্থা অর্জন করছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।