শেকৃবিতে আন্তঅনুষদ ক্রিকেটে কৃষি অনুষদের শিরোপা জয় | বিশ্ববিদ্যালয় নিউজ

শেকৃবিতে আন্তঅনুষদ ক্রিকেটে কৃষি অনুষদের শিরোপা জয়

ফাইনাল খেলার আনন্দ আরো বহুগুণ বাড়িয়ে তোলে শেরেবাংলা স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত মৌসুমি ফল উৎসব। রংপুর স্টিলের সৌজন্যে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় হাড়িভাঙা আম, কাঁঠাল ও লটকনসহ প্রায় ১ হাজার ১০০ কেজি মৌসুমি ফল।

#শেকৃবি #শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আন্তঅনুষদ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জয় পেয়েছে কৃষি অনুষদ। সেন্ট্রাল ফিল্ডে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ খেলায় কৃষি অর্থনীতি অনুষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তারা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে কৃষি অর্থনীতি অনুষদ এবং ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৬৩ রানের বড় সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে কৃষি অনুষদ তিন বল বাকি থাকতেই এবং চার উইকেট হাতে রেখেই লক্ষ্যমাত্রা পেরিয়ে যায়। ব্যাট-বলের দুর্দান্ত নৈপুণ্যে কৃষি অনুষদ নিশ্চিত করে শিরোপা জয়।

ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য 'ম্যান অব দ্য ম্যাচ' নির্বাচিত হন কৃষি অনুষদের মিথুন বিশ্বাস। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক সাফল্য দেখিয়ে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট-এর স্বীকৃতি অর্জন করেন শাহরিয়ার মোস্তাকিম।

ফাইনাল খেলার আনন্দ আরো বহুগুণ বাড়িয়ে তোলে শেরেবাংলা স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত মৌসুমি ফল উৎসব। রংপুর স্টিলের সৌজন্যে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় হাড়িভাঙা আম, কাঁঠাল ও লটকনসহ প্রায় ১ হাজার ১০০ কেজি মৌসুমি ফল। উপস্থিত শিক্ষার্থীরা জানান, এমন ব্যতিক্রমী আয়োজন খেলার উত্তেজনার সঙ্গে যোগ করেছে বাড়তি আনন্দ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল লতিফ প্রধান অতিথির বক্তব্যে বিজয়ী ও বিজিত উভয় দলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শুধু পড়ালেখা নয়, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতে আরো বড় পরিসরে খেলাধুলার আয়োজন করার প্রতিশ্রুতিও দেন তিনি।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শেকৃবি #শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়