ফাতেমাতুজ জোহোরা মহিলা মাদরাসায় শিক্ষিকা নিয়োগ বিজ্ঞপ্তি | মাদরাসা নিউজ

ফাতেমাতুজ জোহোরা মহিলা মাদরাসায় শিক্ষিকা নিয়োগ বিজ্ঞপ্তি

যোগ্যতার উপর নির্ভর করে আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। তবে ভালো মানের হাদিয়া হবে ইনশাহ্আল্লাহ।

#চাকরির-খবর #মাদরাসা #নিয়োগ #নিয়োগ বিজ্ঞপ্তি #চাকরি

ফাতেমাতুজ জোহোরা মহিলা মাদরাসায়

১ জন আলেমা শিক্ষিকা,

১ জন নূরানী প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিকা ও

১ জন হাফেজা শিক্ষিকা প্রয়োজন ।

অভিজ্ঞতা: আলেমা নাহু সরফ এর কিতাব পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।

হাদিয়া: যোগ্যতার উপর নির্ভর করে আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। তবে ভালো মানের হাদিয়া হবে ইনশাআল্লাহ।

বেতন: সম্ভাব্য বেতন আলেমা ১২,০০০ টাকা হতে পারে।

নূরানী শিক্ষিকা: সম্ভাব্য বেতন ১০,০০০ টাকা হতে পারে।

সুবিধা সমূহ:

১. খাবারে মান আলহামদুলিল্লাহ অনেক ভালো

২. প্রত্যেক মাসের ১ তারিখ থেকে ৫ তারিখের ভিতরে বেতন পরিশোধ করে দেওয়া হয়।

২. ১ বছর পূর্ণ হলে দুই ঈদে বোনাস দেওয়া হয়।

৩. ছাত্রীদেরকে যদি ভালোভাবে কিতাব বুঝাতে এবং পড়াতে পারে তাহলে ২ মাসের মধ্যে বেতন বৃদ্ধি করা হবে ইনশাআল্লাহ।

৪. যাদের ইমারজেন্সি খেদমতে প্রয়োজন তারাই যোগাযোগ করবেন।

#চাকরির-খবর #মাদরাসা #নিয়োগ #নিয়োগ বিজ্ঞপ্তি #চাকরি