ফিফা বিশ্বকাপের পেজ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা | খেলাধুলা নিউজ

ফিফা বিশ্বকাপের পেজ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে।

#ফুটবল #নববর্ষ #বাংলাদেশ

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বিশ্বকাপের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘আইলো আইলো আইলো রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে’। এর সঙ্গে একটি ছবি দেওয়া হয়েছে। এতে দেশের তারকা ফুটবলার জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীসহ কয়েকজনের উপস্থিতি রয়েছে। এ ছাড়া রয়েছে বাংলাদেশের পতাকাসহ বৈশাখের মোটিফ।

এই পোস্টটির কমেন্ট বক্সে অনেককে কমেন্ট করতে দেখা যায়। একজন লিখেছেন, পঞ্জিকার পাতায় নতুন গল্প লেখার সময় এসেছে। স্বপ্ন হোক রঙিন, দিন হোক আশাব্যঞ্জক। সুস্থ, সুন্দর, আনন্দময় হোক আগত প্রতিটি মুহূর্ত। নববর্ষে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

আরেকজন লিখেছেন, নতুন বছর আসুক নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন আর আনন্দের বার্তা নিয়ে। পুরনো দিনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাই, আর ভালোবাসা, সৌহার্দ্য আর মানবতার বন্ধনে গড়ে তুলি আরও সুন্দর একটা আগামী। আপনার জীবন হোক সুখ, শান্তি ও সাফল্যে ভরপুর। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা!

#ফুটবল #নববর্ষ #বাংলাদেশ