ষষ্ঠ থেকে দশম শ্রেণির অভ্যন্তরীণ পরীক্ষার চূড়ান্ত সিলেবাস প্রকাশ করেছে। এই নতুন সিলেবাস অনুযায়ী বোর্ডের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ সালের অর্ধ-বার্ষিক, বার্ষিক, প্রাক-নির্বাচনি ও নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাদের আওতাধিন মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য এ অভ্যন্তরীণ পরীক্ষার চূড়ান্ত সিলেবাস মঙ্গলবার প্রকাশ করে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন দৈনিক শিক্ষাডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমান পাঠ্যবইয়ের আলোকে এই সিলেবাস তৈরি করা হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একই সিলেবাস অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
এর ফলে জেলা শহরের জিলা স্কুলের শিক্ষার্থী এবং প্রত্যন্ত অঞ্চলের কোনো বিদ্যালয়ের শিক্ষার্থীও একই মানের প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধার যাচাইয়ে বৈষম্য দূর হবে বলে আশা তার।
যশোর শিক্ষা বোর্ডের এই নতুন সিদ্ধান্ত নিঃসন্দেহে মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।
শিক্ষার্থীদের জন্য একটি সুষ্ঠু ও সমতুল্য পরীক্ষা পদ্ধতির সূচনা করবে বলে আশা করা যায়। এখন শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সকলেরই এই নতুন সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করতে হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, এর আগে অনলাইন প্রশ্নব্যাংকের মাধ্যমে প্রশ্নপত্র সরবরাহের লক্ষ্যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির 'পাঠ্যসূচি বিভাজন ২০২৫'-এর খসড়া বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করে সংশ্লিষ্টদের মতামত চাওয়া হয়েছিল।
সেসব মতামতের ভিত্তিতে পর্যালোচনা করে চূড়ান্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে। এই চূড়ান্ত পাঠ্যসূচি পরীক্ষাভিত্তিক বিভাজন করে এখন প্রকাশ করা করলো বোর্ড। যা অভ্যন্তরীণ পরীক্ষা গ্রহণে সহায়ক হবে।
সিলেবাস প্রকাশের চিঠিতে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্ত বোর্ডের আওতাধীন সকল মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠান প্রধানদের এই নতুন সিলেবাস সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
এই অভিন্ন সিলেবাস প্রণয়নের ফলে শিক্ষার্থীদের মধ্যে একটি সমতা তৈরি হবে বলে আশা করা যাচ্ছে।
এতদিন বিভিন্ন স্কুলে ভিন্ন ভিন্ন সিলেবাসের কারণে শিক্ষার্থীদের প্রস্তুতি এবং মূল্যায়নে ভিন্নতা দেখা যেত।
নতুন এই পদক্ষেপের মাধ্যমে সকল শিক্ষার্থী একই মানের শিক্ষা গ্রহণ এবং একই ধরনের মূল্যায়নের সুযোগ পাবে।
শিক্ষাবিদদের মতে, এই অভিন্ন সিলেবাস বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নপত্রের মান বজায় রাখা এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরীক্ষা পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বোর্ডের পক্ষ থেকে অনলাইন প্রশ্নব্যাংকের মাধ্যমে প্রশ্নপত্র সরবরাহ করার উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। যা প্রশ্নপত্রের গুণগত মান বজায় রাখতেও সহায়ক হবে।
তবে, প্রত্যন্ত অঞ্চলের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগের দুর্বলতা অথবা প্রযুক্তিগত জ্ঞানের অভাবের কারণে অনলাইন প্রশ্নপত্র বিতরণে কিছু চ্যালেঞ্জ আসতে পারে।
এই বিষয়ে বোর্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান সমানভাবে এই নতুন পদ্ধতির সুবিধা ভোগ করতে পারে।
সিলেবাস দেখতে ক্লিক করুন
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।