বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিলো অর্থ মন্ত্রণালয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে এই শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবে সম্মতি জানিয়েছে মন্ত্রণালয়। এর ফলে দেশের প্রায় পাঁচ লক্ষাধিক বেসরকারি শিক্ষক এবার বর্ধিত হারে উৎসব ভাতা পাবেন।
গত ১৪ মে, ২০২৫ তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
এই চিঠির মাধ্যমেই বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ২১ এপ্রিলের একটি আধা-সরকারি পত্রের পরিপ্রেক্ষিতে এই সম্মতি প্রদান করা হলো।
ওই পত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ভাতাদি বাবদ সহায়তা প্রদানের জন্য ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেট থেকে ২২৯ কোটি টাকা পুনঃউপযোজনের অনুরোধ জানানো হয়েছিল।
অর্থ বিভাগ সেই অনুরোধে সাড়া দিয়ে প্রয়োজনীয় অর্থ ছাড়ের সম্মতি জ্ঞাপন করেছে।
অর্থ মন্ত্রণালয় এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেছে।
প্রথমত, এই অর্থ ব্যয়ের সময় সরকারের প্রচলিত সকল আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে।
দ্বিতীয়ত, এই অর্থ চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট কোডে সমন্বয় করতে হবে।
তৃতীয়ত, যে কোডসমূহ থেকে এই অর্থ পুনঃউপযোজন করা হয়েছে, সেই কোডসমূহে পরবর্তীতে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।
সবশেষে, প্রশাসনিক বিভাগ কর্তৃক জারিকৃত সরকারি আদেশের দুইটি কপি পৃষ্ঠাংকণের জন্য অর্থ বিভাগে প্রেরণ করতে হবে।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের উৎসব ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। সরকারি চাকুরিজীবীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা না পাওয়ায় তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।
এই পরিস্থিতিতে অর্থ মন্ত্রণালয়ের এই সম্মতি শিক্ষকদের জন্য ঈদ উৎসবের আগে একটি বড় ধরনের খুশির খবর নিয়ে এসেছে।
এই সিদ্ধান্তের ফলে বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ এবং মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকরা উপকৃত হবেন।
তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় শিক্ষক মহলে আনন্দ ও সন্তুষ্টি দেখা দিয়েছে। শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহল মনে করছে, এই পদক্ষেপ শিক্ষকদের মনোবল বৃদ্ধি করবে এবং শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন। তারা মনে করছেন, এর মাধ্যমে শিক্ষকদের আর্থিক কষ্টের কিছুটা লাঘব হবে এবং তারা আরও উৎসাহের সাথে শিক্ষাদানে মনোনিবেশ করতে পারবেন।
তবে, তারা পূর্ণাঙ্গ সরকারি শিক্ষকদের ন্যায় সুযোগ-সুবিধা প্রদানের দাবিও পুনর্ব্যক্ত করেছেন।
আসন্ন ঈদুল আজহায় বর্ধিত উৎসব ভাতার খবরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা এখন উৎসব উদযাপনের জন্য প্রস্তুতি নিতে পারবেন।
অর্থ মন্ত্রণালয়ের এই সময়োপযোগী সিদ্ধান্ত শিক্ষক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এখন শিক্ষা মন্ত্রণালয় কিভাবে দ্রুত এই অর্থ শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে, সেটাই দেখার বিষয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।