যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে শুল্ক কমতে পারে, আশা অর্থ উপদেষ্টার | অন্তর্বর্তীকালীন সরকার নিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে শুল্ক কমতে পারে, আশা অর্থ উপদেষ্টার

অর্থ উপদেষ্টা বলেন, ‘মূল্যস্ফীতি আগের চেয়ে ২ ভাগ কমেছে। এটা ভালো খবর। মূল্যস্ফীতি ক্রমাগতভাবে কমবে। নন–ফুড আইটেমে কমতে দেরি হবে।’

#যুক্তরাষ্ট্র #শুল্ক #অর্থ উপদেষ্টা

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে তা কমতে পারে বলে আশা করছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আগামীকালের মধ্যে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনা নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে এ কথা বলেন অর্থ উপদেষ্টা।

অর্থ উপদেষ্টা বলেন, ‘ভিয়েতনামের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি। তাদের ট্যারিফ অনেক কমানো হয়েছে। সে তুলনায় বাংলাদেশের সাথে বাণিজ্য ঘাটতি কম হলেও শুল্ক বেশি নির্ধারণ করা হয়েছে।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘৩৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ের ওপর আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে আছে। বাণিজ্য সচিব যাচ্ছেন। আমরা আশা করছি, আগামীকালের বৈঠকে তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা নিয়ে আলোচনা হবে।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘মূল্যস্ফীতি আগের চেয়ে ২ ভাগ কমেছে। এটা ভালো খবর। মূল্যস্ফীতি ক্রমাগতভাবে কমবে। নন–ফুড আইটেমে কমতে দেরি হবে।’

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জানান, বাংলাদেশ ছাড়াও দক্ষিণ কোরিয়া, জাপানসহ মোট ১৪টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। হোয়াইট হাউসের ঘোষিত ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও শুল্ক কার্যকর হওয়ার পূর্বনির্ধারিত তারিখ ছিল ৯ জুলাই, তা পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#যুক্তরাষ্ট্র #শুল্ক #অর্থ উপদেষ্টা