ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষাকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ প্রতিবেদন লেখা অবধি কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
জানা গেছে, ওই শিক্ষাপ্রতিষ্ঠান চলতি বছরের এসএসসি পরীক্ষারকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। বৃহস্পতিবার এখানে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্কুলের প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে স্কুলে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নই।
তবে পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে আরো দুটি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত এবং দুটি কক্ষের আংশিক ক্ষতি হয়েছে।’
ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, ‘আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত নয়।