কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এ, বি ও সি ইউনিটের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়াও মেধা তালিকা অনুসারে বিভাগবণ্টনের তালিকাও প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) কুবি কর্তৃপক্ষ জানায়, আগামী ১ জুলাই থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ১২টা থেকে ভর্তি সংক্রান্ত কুবি ওয়েবসাইট https://cou.admission-aid.com লিংকে ক্লিক করে ভর্তিচ্ছুরা নিজ নিজ প্যানেলে প্রবেশ করে তাদের ফল দেখতে পারবেন। এছাড়াও শিক্ষার্থীদেরকে মোবাইলে মেসেজের মাধ্যমে ফল জানানো হবে।
মেধা তালিকা উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১২ মে থেকে ১৫ মের মধ্যে ভর্তির জন্য সংশ্লিষ্ট অনুষদ থেকে অফিস সময়ে ( ৯টা থেকে ৪টা) নিজে উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ করে বিভাগের মাধ্যমে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তির জন্য পূরণকৃত ফরমের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি প্রদর্শন এবং সেটির এক কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট, সদ্য তোলা পাসপোর্ট আকারের চার কপি সত্যায়িত রঙ্গিন ছবি জমা দিতে হবে।
শিক্ষার্থীদেরকে ভর্তি ফি বাবদ ১৪ হাজার ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। এছাড়াও ডিন অফিসের উন্নয়ন ফি ও বিভাগের উন্নয়ন ফি প্রদান করতে হবে।
ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশনের শেষ সময় ১৬ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে, মাইগ্রেশন ‘অফ’ করলে পরবর্তিতে ‘অন’ করার কোনো সুযোগ থাকবে না।
ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট https://cou.admission-aid.com ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/comillauniversityofficial থেকে জানা যাবে।