পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় বিজনেস ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সাসটেইনেবিলিটি-২০২৫ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ২২টি বিশ্ববিদ্যালয়ের ৮০ জন গবেষক ও আমন্ত্রিত শিক্ষাবিদরা কনফারেন্সে অংশগ্রহণ নেন।
বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ এর আয়োজিত এই কনফারেন্সে সভাপতিত্ব করেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম।
কনফারেন্সে প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, ‘আমাদের ইনোভেটিভ আইডিয়া জেনারেট করা এবং দেশ-বিদেশ ভ্রমণের মাধ্যমে আইডিয়া বৃদ্ধি করতে হবে। এঅর্থনৈতিক অগ্রগতির জন্য ইনোভেটিভ আইডিয়া বাড়াতে হবে।’
বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘আমাদের নতুন নতুন ধারণা ও চিন্তা করতে হবে। নৈতিক ব্যবসাকে প্রাধান্য দিতে হবে।’
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, ‘দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য বিজনেস ইনোভেশন খুবই গুরত্বপূর্ণ। এর মাধ্যমে নতুন নতুন আইডিয়া তৈরি হবে এবং গবেষণায় বাংলাদেশ এগিয়ে যাবে।’
সম্মেলনের কি-নোট স্পিকার ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নূর উন নবী এবং বিজনেস ব্রিলিয়ান্স স্পিকার ছিলেন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ড. আসফাকুর রহমান। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়।