ইবিতে প্রথমবার নজরুল জয়ন্তী অনুষ্ঠিত | বিশ্ববিদ্যালয় নিউজ

ইবিতে প্রথমবার নজরুল জয়ন্তী অনুষ্ঠিত

বাঙালি বারবার নজরুল দ্বারা উজ্জীবিত হয়েছে। জুলাই চব্বিশও ছিল নজরুল দ্বারা উদ্দীপিত।

#ইসলামী বিশ্ববিদ্যালয় #নজরুল জয়ন্তী #ইবি

ছবি : দৈনিক শিক্ষাডটকমছবি : দৈনিক শিক্ষাডটকম

সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথম বারের মতো নজরুল জয়ন্তী-২০২৫ উদযাপিত হয়েছে।

বুধবার (২১ মে) সকালে বাংলা বিভাগের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। মূখ্য আলোচক ছিলেন নজরুল গবেষক কবি আবদুল হাই শিকদার।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, কাজী নজরুল ছিলেন বাঙালির লড়াকু চেতনা ও সংগ্রামী মনোভাব জাগরণের কবি।

তার সাহিত্যের ভাববস্তুতে সাম্য, মানুষের মুক্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মতো মূল্যবোধ সৃষ্টি করেছিলেন। বাঙালি বারবার নজরুল দ্বারা উজ্জীবিত হয়েছে। জুলাই চব্বিশও ছিল নজরুল দ্বারা উদ্দীপিত।

মূখ্য আলোচকের বক্তব্যে কবি আবদুল হাই শিকদার বলেন, জুলাইয়ের আন্দোলনে স্পিরিট ধারণকারী ছেলেমেয়েদের চেতনা ছিল নজরুল। রাস্তায় গ্রাফিতিগুলো আর ছেলেমেয়েদের মুখের দিকে তাকান, যেন প্রত্যেকে এক একটা নজরুল।

বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক ও অবিভাজ্য সত্ত্বা। নজরুলের চর্চা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা, মানব মুক্তির যুদ্ধ অর্থহীন হবে, শোষণের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম ও অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ পৃথিবীর যে চিন্তা তা অর্থহীন হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ইসলামী বিশ্ববিদ্যালয় #নজরুল জয়ন্তী #ইবি