চবির পাঁচ শিক্ষার্থীকে অ*পহরণের অভিযোগ | বিশ্ববিদ্যালয় নিউজ

চবির পাঁচ শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ

সকালে খাগড়াছড়ি গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে অপহরণ করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) সশস্ত্র সন্ত্রাসীরা।

খাগড়াছড়ি থেকে ইউপিডিএফের (প্রসীত) কর্তৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। একইসঙ্গে শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছে তারা।

বুধবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে খাগড়াছড়ি গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে অপহরণ করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) সশস্ত্র সন্ত্রাসীরা।

অপহৃত শিক্ষার্থীরা হলেন- চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি স্রো। সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আরো বলা হয়, এই শিক্ষার্থীরা বিজু উৎসব উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বেড়াতে যায়। উৎসব শেষে ১৫ এপ্রিল ফেরার উদ্দেশ্যে বাঘাইছড়ি থেকে দিঘীনালা হয়ে খাগড়াছড়ি সদরে আসে। কিন্তু চট্টগ্রামগামী বাসের টিকিট না পাওয়ায়, তারা খাগড়াছড়ির কুকিছড়ায় আত্মীয়ের বাড়িতে রাত্রি যাপন করে। ১৬ এপ্রিল সকালে খাগড়াছড়ির কুকিছড়া থেকে টমটম গাড়িতে করে খাগড়াছড়ি সদরে আসার পথে গিরিফুল এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের গাড়ি আটকায় এবং ড্রাইভারসহ পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতদের মধ্যে রিশন চাকমা পিসিপির চবি শাখার সদস্য।