চিকিৎসা করতে গিয়ে প্রতিবছর গরিব হন ৫০ লাখ মানুষ | বিশ্ববিদ্যালয় নিউজ

চিকিৎসা করতে গিয়ে প্রতিবছর গরিব হন ৫০ লাখ মানুষ

এসময় বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, ‘স্বাস্থ্য খাতে আর্থিক চাপের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে। বেশিরভাগ মানুষ ধার করে বা চক্রবৃদ্ধি সুদের ওপর টাকা নিয়ে চিকিৎসা করেন। পরে সেই টাকা শোধ করতে নিজেদের জমি-জমা বা সম্পত্তি বিক্রি করতে হয় তাদের।’

#বিএমইউ #বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

নিজের ও পরিবারের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে প্রতিবছর দেশের ৫০ লাখের বেশি মানুষ গরিব হচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

রোববার (৪ মে) বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের (বিএসএনএস) তিন দিনব্যাপী চতুর্থ অর্ন্তবর্তীকালীন সভার উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সভা আয়োজিত হয়।

এসময় বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, ‘স্বাস্থ্য খাতে আর্থিক চাপের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে। বেশিরভাগ মানুষ ধার করে বা চক্রবৃদ্ধি সুদের ওপর টাকা নিয়ে চিকিৎসা করেন। পরে সেই টাকা শোধ করতে নিজেদের জমি-জমা বা সম্পত্তি বিক্রি করতে হয় তাদের।’

তিনি আরো বলেন, ‘উন্নত দেশগুলোতে আধুনিক যন্ত্রপাতি আছে, কিন্তু রোগী কম। কিন্তু আমাদের জনসংখ্যা অনেক। তাই বাংলাদেশে রোগীও প্রচুর। এখানে চাইলেই গবেষণা করা যায়। তবে সঠিক ব্যবস্থাপনা ও দক্ষতার অভাবের কারণে তা হয় না। স্বাস্থ্য খাতের গবেষণায় আরো বিনিয়োগ এবং জনস্বাস্থ্য বিষয়ক পরিকল্পনায় আমূল পরিবর্তন আনা দরকার।’

উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস (বিএসএনএস) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী চতুর্থ অর্ন্তবর্তীকালীন সভায় বৈজ্ঞানিক সম্মেলন, লাইভ সার্জারি, থ্রিডি অ্যানাটমি সেশন এবং অ্যান্ডো ভাস্কুলার সিমুলেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মাধ্যমে নিউরোসার্জনরা রোগীদের চিকিৎসা ও নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা করেন এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদুল হক, সদস্য সচিব ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান এবং অর্ন্তবর্তীকালীন সভা বাস্তবায়ন কমিটির চেয়ারপার্সন অধ্যাপক ডা. মাঈনুল হক সরকারসহ দেশি-বিদেশি তিন শতাধিক নিউরোসার্জন উপস্থিত ছিলেন।

#বিএমইউ #বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়