লক্ষাধিক শিক্ষক নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে যতো আবেদন | শিক্ষক নিবন্ধন নিউজ

লক্ষাধিক শিক্ষক নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে যতো আবেদন

ষষ্ঠ নিয়োগ সুপারিশে আবেদন ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত এই আবেদন ও ফি জমা গেছে। তবে, টাকা জমা দেয়া যাবে ১৩ জুলাই রাত বারোটা অব্দি। এবার বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স ও নারী কোটা বিষয়ে পরিবর্তন হয়েছে।

#শিক্ষক নিবন্ধন #এনটিআরসিএ #অষ্টাদশ শিক্ষক নিবন্ধন #নিয়োগ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৬ষ্ঠ নিয়োগ সুপারিশে ৫৭ হাজার ৩৭৮টি আবেদন করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আবেদনকারীদের এই সংখ্যা পাওয়া গেছে।

শনিবার একাধিক সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ষষ্ঠ নিয়োগ সুপারিশে আবেদন ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত এই আবেদন ও ফি জমা গেছে। তবে, টাকা জমা দেয়া যাবে ১৩ জুলাই রাত বারোটা অব্দি। এবার বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স ও নারী কোটা বিষয়ে পরিবর্তন হয়েছে।

জানা গেছে, এই আবেদন প্রক্রিয়া প্রায় ২০ ঘণ্টা ধরে স্থগিত ছিলো। ৩ জুলাই রাত ৮টা থেকে আবেদন স্থগিত করা হয়। পরে শুক্রবার দুপুর ২টায় এ আবেদন প্রক্রিয়া শুরু হয়।

প্রসঙ্গত, সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগ দেয়ার লক্ষ্যে ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

প্রকাশিত ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি, এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ রয়েছে।

আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে, প্রার্থীর বয়সসীমা ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে, যেদিন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি, নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে থাকতে হবে। বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শিক্ষক নিবন্ধন #এনটিআরসিএ #অষ্টাদশ শিক্ষক নিবন্ধন #নিয়োগ