বর্তমানে তার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। এটিএম শামসুল হুদার স্ত্রী ও এক কন্যাসন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন হবে।
শামসুল হুদা ১৯৬৬ খ্রিষ্টাব্দে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। পরে বাংলাদেশ স্বাধীন হলে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০০০ খ্রিষ্টাব্দে তিনি চাকরি থেকে অবসর নেন।
তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (সাব ডিভিশনাল অফিসার), পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
শামসুল হুদা ২০০৮ খ্রিষ্টাব্দে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নবম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।