শিক্ষককে দেখে নেয়ার হুমকি কুবির সাবেক ছাত্রের | বিশ্ববিদ্যালয় নিউজ

শিক্ষককে দেখে নেয়ার হুমকি কুবির সাবেক ছাত্রের

ভুক্তভোগী শিক্ষক বলেন, আমি জীবননাশের আশঙ্কা অনুভব করছি এবং তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। আমি দোষীর যথোপযুক্ত শাস্তি চাই।

#শিক্ষার্থী #কুমিল্লা বিশ্ববিদ্যালয় #শিক্ষক #হুমকি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উদ্যোগে আয়োজিত রক্তাক্ত জুলাই-২০২৪ এর একবছর পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থাপকের দায়িত্বে থাকা প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহকে জীবন নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের হাসান কামরুল।

শুক্রবার (১১ জুলাই) এই বিষয়ে অবহিতকরণ ও বিচারের দাবিতে প্রক্টর ড. মো. আব্দুল হাকিম বরাবর একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী মুতাসিম বিল্লাহ।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, 'উপস্থাপকের দায়িত্ব পালনকালে প্রথম ব্যাচের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী হাসান কামরুল উপদেষ্টা ও প্রধান অতিথি জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মুরাদনগর উপজেলা থেকে ফুল দেয়ার বিষয়ে আমাকে অবহিত করে। প্রতিবারই আমি বিশ্ববিদ্যালয়য়ের উপ-উপাচার্য মহোদয়কে অবহিত করতে বলি, সর্বশেষ সে আমার কাছে আসলে, আমি নিজেই উপ-উপাচার্য মহোদয়কে বিষয়টি জানাই। উপ-উপাচার্য আমাকে উপদেষ্টার সময় সংক্ষিপ্ত থাকায় স্টেজে ফুল না দিয়ে গেটে দেয়ার বিষয়ে বলেন। বিষয়টি তাকে আমি অবহিত করলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। জোরে হুংকার ছেড়ে বলে 'উপ-উপাচার্যের খবর আছে'। আমি তাকে প্রোগ্রামে এ ধরনের অযাচিত আচরণ থেকে নিবৃত রাখার চেষ্টা করলে সে আমার উপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। হাত উচিয়ে, চোখ রাঙিয়ে প্রাণনাশের হুমকি দেয়।

এই ঘটনার উপযুক্ত বিচার ও বিশ্ববিদ্যালয়ে দায়িত্বপালনরত অবস্থায় তাকে (ভুক্তভোগী) দেয়া সকল হুমকি-ধামকিসহ শারীরিক ও মানসিকভাবে যেন ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি না হতে হয় সে বিষয়ে নিরাপত্তা প্রদান ও আজকের ঘটনার উপযুক্ত ন্যায্য বিচারের দাবি জানান ভুক্তভোগী।

ভুক্তভোগী শিক্ষক বলেন, আমি জীবননাশের আশঙ্কা অনুভব করছি এবং তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। আমি দোষীর যথোপযুক্ত শাস্তি চাই। একইসঙ্গে আমি চাই যেন শিক্ষক হিসেবে ও প্রশাসনিক দায়িত্ব নির্ভয়ে পালন করার নিশ্চয়তা চাই।

এ বিষয়ে জানতে অভিযুক্ত হাসান কামরুলকে একাধিকবার ফোন দিলে তিনি কল রিসিভ করেননি।

অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, 'মুতাসিম বিল্লাহ স্যারকে যে হুমকি দিয়েছে তাকে অনির্দিষ্ট কালের জন্য ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। স্যার (ভুক্তভোগী) থানার জিডি করবেন। প্রশাসন বরাবর প্রক্টরিয়াল বডি থেকে চিঠি পাঠিয়েছি যাতে অনতিবিলম্বে ব্যবস্থা নেয়া হয়।'

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শিক্ষার্থী #কুমিল্লা বিশ্ববিদ্যালয় #শিক্ষক #হুমকি