জবির সমাবেশে যোগ দিচ্ছেন সাবেকরাও | বিশ্ববিদ্যালয় নিউজ

জবির সমাবেশে যোগ দিচ্ছেন সাবেকরাও

সাবেক শিক্ষার্থী আল-আমিন বলেন, এ দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীদেরই। আমরা আমাদের ছোটো ভাইগবোনদের পাশে আছি। জবিয়ানরা বিজয় নিয়েই ফিরবে।

#জগন্নাথ বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #বিশ্ববিদ্যালয়

ছবি : দৈনিক শিক্ষাডটকমছবি : দৈনিক শিক্ষাডটকম

চার দাবিতে যমুনা অভিমুখে কাকরাইল মোড়ে সমাবেশ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে এ সমাবেশে যোগ দিচ্ছেন সাবেক শিক্ষার্থীরাও।

শুক্রবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের বাসে ও নিজস্ব ব্যাবস্থাপনায় কাকরাইল মোড়ে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। এদিন জুম্মার নামাজের পর গণঅনশন করবেন শিক্ষার্থীরা।

সাবেক শিক্ষার্থী আল-আমিন বলেন, এ দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীদেরই। আমরা আমাদের ছোটো ভাইগবোনদের পাশে আছি। জবিয়ানরা বিজয় নিয়েই ফিরবে।

আরো পড়ুন: তৃতীয় দিনের মতো যমুনার সামনে অবস্থান জবি শিক্ষার্থীদের

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে নিতুন কর্মসূচি ঘোষণা করেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

ছবি : দৈনিক শিক্ষাডটকমছবি : দৈনিক শিক্ষাডটকম

তিনি বলেন, দাবির ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। আজ রাতে অবস্থান কর্মসূচি চলবে। আগামীকাল সকাল দশটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক জবিয়ানদের সমাবেশ হবে। আমাদের সামনে আর কোন পথ খোলা নেই। জুমার নামাজের পর শুরু হবে আমাদের গনঅনশন ও অবস্থান কর্মসূচি।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো—বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা, জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাশ ও বাস্তবায়ন, ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।ছবি : দৈনিক শিক্ষাডটকমছবি : দৈনিক শিক্ষাডটকম

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#জগন্নাথ বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #বিশ্ববিদ্যালয়