মোবাইল ফোন দেখে পরীক্ষা দেওয়ার সময় ধরা পড়ার পর চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। নেত্রকোনার মদন উপজেলার আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।
বুধবার (৭ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অলিদুজ্জামান বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। উপজেলার প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর মনিটরিং করা হচ্ছে।’
জানা গেছে, গত মঙ্গলবার এসএসসির কারিগরি বোর্ডের (ট্রেড ২) বিষয়ের পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- উপজেলার জনতা কারিগরি ও বাণিজ্য কলেজের পরীক্ষার্থী হিমেল মিয়া ও ওমর ফারুক, উপজেলা সুতিয়ারপাড় কারিগরি ও বাণিজ্য কলেজের পরীক্ষার্থী শাফায়েত, মদন আদর্শ ও কারিগরি বাণিজ্য কলেজের পরীক্ষার্থী হৃদয় মিয়া।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।