বইমেলায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের নতুন চার বই | বই নিউজ

বইমেলায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের নতুন চার বই

বইমেলায় স্টল ২৪ এবং ৬০৫ ও ৬০৬ এ বইগুলো পাওয়া যাবে। বইপ্রেমীরা বইমেলা থেকে সরাসরি বইগুলো সংগ্রহ করতে পারবেন। এছাড়া রকমারি ডটকমসহ দেশের প্রায় সব অনলাইন বুকশপেও বইগুলো পাওয়া যাবে।

#বইমেলা #বই

‘জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং তার মাধ্যমে নতুন বাংলাদেশের বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে অমর একুশে বইমেলা-২০২৫। এবারের বইমেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই শিক্ষার্থীর নতুন চারটি বই প্রকাশিত হয়েছে।

বশেমুরবিপ্রবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সবুজ আহম্মদ মুরসালিন ও জয় বিশ্বাস নতুন চারটি বই নিয়ে হাজির হয়েছেন।

সবুজ আহম্মদ মুরসালিনের লেখা ‘ভালো নেই ভালোবাসা’ (কবিতা) ও ‘ভালো থেকো শূন্যতা’ (গদ্য) প্রকাশিত হয়েছে। অন্যদিকে, জয় বিশ্বাসের লেখা ‘ভালোবাসার উপবাস’ ও ‘হেমন্তের শূন্যতা’ পাঠকদের মন ছুঁয়ে যাওয়ার অপেক্ষায়।

বইমেলায় স্টল ২৪ এবং ৬০৫ ও ৬০৬ এ বইগুলো পাওয়া যাবে। বইপ্রেমীরা বইমেলা থেকে সরাসরি বইগুলো সংগ্রহ করতে পারবেন। এছাড়া রকমারি ডটকমসহ দেশের প্রায় সব অনলাইন বুকশপেও বইগুলো পাওয়া যাবে।

বই ও বইমেলা নিয়ে অনুভূতি এবং প্রত্যাশার কথা জানতে চাইলে লেখক সবুজ আহম্মদ মুরসালিন বলেন, এবারের বইমেলার আমার দুইটি বই এসেছে। একটা কবিতার বই ‘ভালো নেই ভালোবাসা’, আরেকটা গদ্যের বই ‘ভালো থেকো শূন্যতা’। বই দুটিতে মানুষের জীবনের নানা বিষয় উঠে এসেছে। আমাদের কি করণীয় বা কোন পর্যায়ে কি করলে আমাদের জন্য ভালো হয় এই সব দিক তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, এবারের বইমেলা নিয়ে প্রত্যাশা অনেক বেশি। কারণ আমার আগের দুইটা বই মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে আমি সত্যিই অভিভূত হয়েছি। সেজন্য প্রত্যাশা বেড়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কতটা পূর্ণ হয়। সামনে অবশ্য ‘ডিসেম্বরের শহর’ নামে আমার একটা উপন্যাস আসবে।’

জয় বিশ্বাস বলেন, ‘বসন্তের রঙ কালো’ বইটি আমার প্রথম বই। খুব অল্প সময়ে বইটি বেশ পাঠ সমাদৃত হয়েছে। আমার পরবর্তী প্রকাশিত বইগুলো ‘ভালোবাসার উপবাস’, ‘হেমন্তের শূন্যতা’ এবং প্রকাশিতব্য বই, ‘বিষণ্ণ শারদ’ এবং প্রকাশিতব্য উপন্যাস ‘যেখানে জীবনের ইস্তফা’। একটা সময় লেখালিখি ছেড়ে দেওয়া এই আমাকে বাধ্য করছে নতুন উদ্যোমে লিখতে। আমি সবার প্রতি কৃতজ্ঞ। সবাই আশির্বাদ করবেন। আমি যেন আপনাদের জন্য এভাবেই লিখে যেতে পারি।

অমর একুশে বইমেলা বাংলা ভাষা ও সংস্কৃতির এক গৌরবময় উৎসব। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মরণে ১৯৭২ সালে প্রথম বইমেলার আয়োজন করা হয়। সময়ের পরিক্রমায় এই মেলা বাঙালির সাহিত্য ও সৃজনশীলতার মিলনমেলায় পরিণত হয়েছে, যেখানে দেশ-বিদেশের লেখক, পাঠক ও প্রকাশকরা অংশ নেন।

#বইমেলা #বই