এসএসসি পরীক্ষায় চার স্কুলে শূন্য পাস, ব্যবস্থা নিচ্ছে শিক্ষা বোর্ড | এসএসসি/দাখিল নিউজ

এসএসসি পরীক্ষায় চার স্কুলে শূন্য পাস, ব্যবস্থা নিচ্ছে শিক্ষা বোর্ড

‘নলছিটির ৪টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। কেনো একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।’

#এসএসসি #এসএসসি ও সমমান পরীক্ষা #ফেল

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ঝালকাঠি জেলার নলছিটির চারটি মাধ্যমিক বিদ্যালয়ে একটিতেও কোনো পরীক্ষার্থী পাস করেনি। এ ঘটনায় স্থানীয়ভাবে শিক্ষা ও বিদ্যালয়গুলো পরিচালনার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। অভিভাবকদের অনেকে একে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা হিসেবে দেখছেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। বিষয়টি শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের নজরে আনলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফলে এমন হতাশাজনক তথ্য উঠে এসেছে।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, নলছিটির ৪টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। কেনো একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় তদন্ত শেষে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ফল বিশ্লেষণে জানা গেছে, কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৩ জন, রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭ জন, মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৭ জন এবং দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ১১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু চারটি বিদ্যালয়ের কেউ পাস করেনি।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#এসএসসি #এসএসসি ও সমমান পরীক্ষা #ফেল