শিক্ষার্থীদের বৃত্তির টাকায় প্রতারক চক্রের চোখ | স্কুল নিউজ

শিক্ষার্থীদের বৃত্তির টাকায় প্রতারক চক্রের চোখ

বৃত্তির টাকা হাতাতে সক্রিয় এই চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।

#বৃত্তি #স্কুল #কলেজ #শিক্ষার্থী

প্রতীকী ছবিপ্রতীকী ছবি

সম্প্রতি শিক্ষা বিভাগ, অধিদপ্তর, বোর্ড ও বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের নাম ব্যবহার করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অর্থসহ বিভিন্ন তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।

বৃত্তির টাকা হাতাতে সক্রিয় এই চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত একটি জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- সম্প্রতি মাউশি বিভাগ, মাউশি অধিদপ্তর, শিক্ষা বোর্ড, বিভিন্ন সরকারি অফিস ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের নাম ব্যবহার করে বিভিন্ন কারণ দেখিয়ে প্রতারক চক্র শিক্ষা প্রতিষ্ঠান,শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে অর্থ, প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড, ব্যাংক সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড, পিন নম্বর, ওটিপি চাচ্ছে।

বৃত্তির টাকা পাঠানোর জন্য এ সংক্রান্ত কোনো তথ্য চাওয়া হয় না। তাই যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য, ব্যাংক সংক্রান্ত বিভিন্ন তথ্য, ডেবিট ও ক্রেডিট কার্ডের নম্বর, পাসওয়ার্ড, পিন নম্বর, ওটিপি কারো সাথে শেয়ার না করার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

আরো বলা হয়, রাজস্ব খাতভুক্ত সব ধরনের বৃত্তি (পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি ও অনার্স) ও উপবৃত্তির (পেশামূলক ও তফসিলী) অর্থ ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের তফসিলভুক্ত অনলাইন ব্যাংক হিসাবে পাঠানো হয়।

প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য বৃত্তির এমআইএস সফটওয়্যারে প্রতিষ্ঠান থেকে এন্ট্রি ও সংশোধন করা হয়।

প্রয়োজনীয় নির্দেশনা মাউশির ওয়েবসাইটের নোটিশ বোর্ডে আপলোড করা হয়। ফলে এ বিষয়ে কোনো তথ্য মাউশি অধিদপ্তর হতে প্রতিষ্ঠান,অভিভাবক,শিক্ষার্থী হতে চাওয়া হয় না।

এছাড়া, প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ডের গোপনীয়তা যথাযথভাবে সংরক্ষণ করার জন্য প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বৃত্তি #স্কুল #কলেজ #শিক্ষার্থী