সমাবর্তন ঘিরে চবিতে ২ দিন ফ্রিতে চলবে ই-কার | বিশ্ববিদ্যালয় নিউজ

সমাবর্তন ঘিরে চবিতে ২ দিন ফ্রিতে চলবে ই-কার

সমাবর্তন ঘিরে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার উদ্যোগ নিয়েছি। ই-কারগুলো প্রথম দুইদিন সম্পূর্ণ ফ্রিতে চলবে। এ সময় শিক্ষার্থীদের ব্যবহার ও মতামত পর্যবেক্ষণ করা হবে।

#চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #বিশ্ববিদ্যালয় #চবি

পঞ্চম সমাবর্তন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষামূলক চালু হয়েছে পরিবেশবান্ধব চারটি ইলেকট্রিক কার (ই-কার)। ১৩ মে থেকে ১৪ মে পর্যন্ত শিক্ষার্থীরা ফ্রিতে এই কারে ওঠতে পারবে।

প্রতিটি ই-কারে ৬ থেকে ৮ জন যাত্রী চলাচল করতে পারবে। ভবিষ্যতে নির্দিষ্ট রুট ও স্টপেজ নির্ধারণকরে নিয়মিত সেবা চালুর পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, সমাবর্তন ঘিরে আমরা শিক্ষার্থীদের জন্য আধুনিক ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার উদ্যোগ নিয়েছি। ই-কারগুলো প্রথম দুইদিন সম্পূর্ণ ফ্রিতে চলবে। এ সময় শিক্ষার্থীদের ব্যবহার ও মতামত পর্যবেক্ষণ করা হবে।

তিনি আরও জানান, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে আগামী জুন থেকে ২০টি ই-কার দিয়ে সেবা চালু করবো। জুলাইয়ে আরও ১০টি ই-কার যুক্ত হবে। শিক্ষার্থীরা যদি ইতিবাচক সাড়া দেয়, তাহলে এটি ‍স্থায়ী সেবায় রূপ পাবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, ই-কার সেবাটি শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি এনে দেবে এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #বিশ্ববিদ্যালয় #চবি