বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) ২০২৫ সেশনের শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মো. হারুন অর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ড. এম আব্দুল আজিজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন। এছাড়াও নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।