উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন করুন এখনই | স্কলারশিপ নিউজ

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন করুন এখনই

মর্যাদাপূর্ণ এই স্কলারশিপটি সাধারণত অত্যন্ত মেধাবী, একাডেমিকভাবে উৎকৃষ্ট ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ আন্তর্জাতিক ও দেশীয় শিক্ষার্থীদের দেওয়া হয়, যাঁরা স্নাতক পর্যায়ে ভর্তি হতে ইচ্ছুক।

#স্কলারশিপ #বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #শিক্ষক

২০২৫–২৬ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে সিমন্স ইউনিভার্সিটির ‘সিমন্স ডিসটিংগুইশড স্কলার অ্যাওয়ার্ড’–এ আবেদনের প্রক্রিয়া চলছে। মর্যাদাপূর্ণ এই স্কলারশিপটি সাধারণত অত্যন্ত মেধাবী, একাডেমিকভাবে উৎকৃষ্ট ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ আন্তর্জাতিক ও দেশীয় শিক্ষার্থীদের দেওয়া হয়, যারা স্নাতক পর্যায়ে ভর্তি হতে ইচ্ছুক। শক্তিশালী নেতৃত্বের গুণাবলি ও সামাজিক–সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণকারীও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত সিমন্স ইউনিভার্সিটি। সিমন্স ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের বোস্টনে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ১৮৯৯ খ্রিষ্টাব্দে পোশাক প্রস্তুতকারক জন সিমন্সের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৮ খ্রিষ্টাব্দে বিশ্ববিদ্যালয়টি তার কাঠামো পুনর্গঠন করে। বিশ্ববিদ্যালয়টি স্নাতক প্রোগ্রামে প্রায় ১ হাজার ৭৩৬ শিক্ষার্থী ভর্তি নেয়।

সুযোগ–সুবিধা

>> নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে।

>> আবাসনের ব্যবস্থা।

>> আছে গবেষণার সহায়তা।

>> একাডেমিক অন্যান্য কাজের জন্য অতিরিক্ত তিন হাজার ডলার।

আবেদনের যোগ্যতা

>> প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.৩–এর বেশি হতে হবে।

>> স্যাট পরীক্ষার প্রতিটি বিভাগে কমপক্ষে স্কোর ৬০০ থাকতে হবে অথবা টোয়েফল বা আইইএলটিএস পরীক্ষার ইংরেজি ভাষা দক্ষতা দেখাতে হবে।

>> ৩০০ থেকে ৫০০ শব্দে একটি রচনা লিখতে হবে।

আবেদনের পদ্ধতি

সব ডকুমেন্ট ‘সিমন্স ডিসটিংগুইশড স্কলার অ্যাওয়ার্ড অ্যাপ্লিকেশন’ উল্লেখ করে পিডিএফ বা ওয়ার্ড ফরম্যাটে পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর ২০২৫।

#স্কলারশিপ #বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #শিক্ষক