বন্ধ হলো জার্মান ইউনিভার্সিটি | বিশ্ববিদ্যালয় নিউজ

বন্ধ হলো জার্মান ইউনিভার্সিটি

৬ষ্ঠ জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘অনিবার্য কারণবশত’ এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

#জার্মান ইউনিভার্সিটি

জার্মান ইউনিভার্সিটি লোগোজার্মান ইউনিভার্সিটি লোগো

গাজীপুরে অবস্থিত জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ৬ষ্ঠ জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘অনিবার্য কারণবশত’ এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল ছাত্রছাত্রী এবং কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শুক্রবার (১৬ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

তবে ঠিক কী কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি বিজ্ঞপ্তিতে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#জার্মান ইউনিভার্সিটি