বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষাকেন্দ্রে মেয়ে | এইচএসসি/আলিম নিউজ

বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষাকেন্দ্রে মেয়ে

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে যেতে হলো নুসরাত জারিন ফিমা নামে এক আলিম পরীক্ষার্থীকে।

#এইচএসসি পরীক্ষা #চট্টগ্রাম #এইচএসসি #এইচএসসি ২০২৫ #আলিম পরীক্ষা

চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে যেতে হলো নুসরাত জারিন ফিমা নামে এক আলিম পরীক্ষার্থীকে।

সোমবার (৭ জুলাই) সকালে পরীক্ষায় নেন তিনি।

এদিন ভোরে তার বাবা মো. নুরের জামান হৃদরোগে আক্রান্ত হয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তিনি মিরসরাই উপজেলার হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কেরানি ছিলেন।

নুসরাতের জেঠাতো ভাই ইমাম উদ্দিন বলেন, আমার চাচাতো বোনের আলিম পরীক্ষা চলছে। সোমবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। এদিন সকাল সাড়ে ৬টায় আমার চাচা স্ট্রোক করেন। দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ বাড়িতে নিয়ে আসি। মরদেহ বাড়িতে রেখে কেঁদে কেঁদে মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসায় পরীক্ষাকেন্দ্রে যান নুসরাত। সে আবুতোরাব ফাজিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে। বিকেল সাড়ে ৩টায় হাইতকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে উনার জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ১০ দিন আগে আমার বাবা (নুরের জামানের বড় ভাই) নুরুল মোস্তফাও মারা যান। ১০ দিনের ব্যবধানে আমার বাবা ও চাচাকে হারিয়ে ফেললাম।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#এইচএসসি পরীক্ষা #চট্টগ্রাম #এইচএসসি #এইচএসসি ২০২৫ #আলিম পরীক্ষা