এআই জেনারেটেড প্রতীকী ছবি
এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন ইলেকটনিক্স ফান্ড ট্রান্সফারের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে (ইএফটি) পাঠানোর জন্য এমপিওশিট সাবমিট করার নির্দেশনা দেয়া হয়েছে।
১০ জুলাইয়ের মধ্যে টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (টিইএমআইএস) সফটওয়্যারে এই শিট সাবমিট করতে হবে। এ ছাড়াও যেসব প্রতিষ্ঠান তালিকায় নেই সেসব প্রতিষ্ঠান আগের মতো জুন মাসের বেতন-ভাতা পাবেন।বৃহস্পতিবার (৩ জুলাই) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এ নোটিশ সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, কারিগরির এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদরাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমার শিক্ষক -কর্মচারীদের জুন মাসের বেতন -ভাতা ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য প্রতিষ্ঠান পর্যায় থেকে বেতন-ভাতা ১০ জুলাইয়ের মধ্যে টিএমআইএস সফটওয়্যারে সাবমিট করার জন্য নির্দেশ দেয়া হলো। এ সময়ের মধ্যে বেতন-ভাতা সাবমিট করতে কোনো অসুবিধা হলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা বা ইএফটি সেলে যোগাযোগ করতে হবে।
আরো বলা হয়েছে, জুলাই মাস থেকে শতভাগ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরকে ইএফটিতে বেতন-ভাতা দেয়ার লক্ষ্য রয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।