ফের শিক্ষক নিবন্ধনের ভাইভা দিতে না পারা প্রার্থীদের জন্য সুখবর | শিক্ষক নিবন্ধন নিউজ

ফের শিক্ষক নিবন্ধনের ভাইভা দিতে না পারা প্রার্থীদের জন্য সুখবর

যেসব প্রার্থী ভাইভা দিতে পারেননি তাদের ফের ২০ মে-এর মধ্যে আবেদন করার জন্য বলা হয়েছে।

#পরীক্ষা #শিক্ষক #শিক্ষক নিবন্ধন #ভাইভা

অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা দিতে না পারা প্রার্থীদের জন্য ফের সুখবর দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তপক্ষ (এনটিআরসিএ)। যেসব প্রার্থী ভাইভা দিতে পারেননি তাদের ফের ২০ মে-এর মধ্যে আবেদন করার জন্য বলা হয়েছে। তাদের আবেদনকারীদের মধ্য থেকে বিবেচনাধীন প্রার্থীদের ভাইভা ৩১ মে সকালে নেয়া হবে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনটিআরসিএ। এ ছাড়াও বিস্তারিত তথ্যের জন্য এনটিআরসিএর www.ntrca.gov.bd – এই ওয়েবসাইট এবং টেলিটকের http://ntrca.teletalk.com.bd-এই ওয়েবসাইট ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২০২৪ খ্রিষ্টাব্দের ২৭ অক্টোবর থেকে শুরু হয়েছে এবং ২৯ মে শেষ হবে। ২৭ অক্টোবর থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীদের আবেদন বিবেচনায় তাদের মৌখিক পরীক্ষা গত ২৩ মার্চ অনুষ্ঠিত হয়।

তারপর চলমান অপরাপর মৌখিক পরীক্ষায় যে সব প্রার্থী নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারবেন না তাদের আবেদন ২০ মে-এর মধ্যে এনটিআরসিএ কার্যালয়ে পৌঁছাতে হবে। এই তারিখের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে বিবেচনাধীন প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৩১ মে সকাল ১০টায় এনটিআরসিএ কার্যালয়ে গ্রহণ করা হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে উল্লিখিত কাগজপত্র মূলকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র ও নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-জন্ম নিবন্ধন সনদ, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, বিস্তারিত তথ্যের জন্য এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইট http://ntrca.teletalk.com.bd ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হলো।

উল্লেখ্য, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য আবেদনকারী যে সব পরীক্ষার্থী ইতোমধ্যে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের পুনরায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নেই।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#পরীক্ষা #শিক্ষক #শিক্ষক নিবন্ধন #ভাইভা