ঈদের আগে দুই শনিবার অফিস খোলা | বিবিধ নিউজ

ঈদের আগে দুই শনিবার অফিস খোলা

তবে কবে থেকে ঈদের ছুটি শুরু এবং কবে ছুটি শেষ, তা এখনো ঘোষণা করা হয়নি।

#অফিস #সরকারি ছুটি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকুরেরা দীর্ঘ ১০ দিনের ছুটি ভোগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে এই দীর্ঘ ছুটির পরিপ্রেক্ষিতে ঈদের আগে মে মাসের তৃতীয় ও চতুর্থ শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৭ মে ও ২৪ মে দেশের সকল সরকারি অফিস খোলা থাকবে।

মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

যদিও ঈদুল আজহার ছুটি কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ধারণা করা হচ্ছে যে আগামী ৭ অথবা ৮ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের সঠিক তারিখ নির্ধারণ করা হবে। এরপরই সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে যে কোন দশ দিন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ঈদের ছুটি হিসেবে গণ্য করবেন।

সরকারের এই সিদ্ধান্ত একদিকে যেমন সরকারি চাকুরেদের জন্য ঈদ উদযাপনের ব্যাপক সুযোগ সৃষ্টি করবে, তেমনি অন্যদিকে ঈদের পূর্বে অফিসিয়াল কাজকর্ম স্বাভাবিক রাখার একটি প্রয়াসও দেখা যাচ্ছে।

সাপ্তাহিক ছুটি বাতিল করার সিদ্ধান্ত মূলত ঈদের আগে কাজের চাপ সামলানো এবং গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমগুলো অব্যাহত রাখার লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এই দীর্ঘ ছুটির ফলে অনেকেই পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়ি ঈদ উদযাপন করতে যেতে পারবেন। এতে করে আত্মীয়-স্বজনের সাথে মিলিত হওয়ার এবং ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ আরও প্রশস্ত হবে।

তবে, ছুটি দীর্ঘ হওয়ায় কর্মস্থলে অনুপস্থিতির কারণে যেন কোনো প্রকার অচলাবস্থা সৃষ্টি না হয়, সে বিষয়েও হয়তো সরকার প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

এদিকে, ঈদের ছুটির দিনক্ষণ এখনো চূড়ান্ত না হওয়ায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অধীর আগ্রহে সেই ঘোষণার অপেক্ষায় রয়েছেন। চাঁদ দেখার পর ঈদের তারিখ নিশ্চিত হলেই ছুটির বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

তবে, দশ দিনের ছুটির যে আভাস পাওয়া যাচ্ছে, তা নিঃসন্দেহে সরকারি চাকুরেদের মধ্যে উৎসবের আমেজ আরও বাড়িয়ে দেবে।

উল্লেখ্য, প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কয়েক দিনের ছুটি ঘোষণা করা হয়। তবে এবারের ঈদুল আজহার ছুটি তুলনামূলকভাবে দীর্ঘ হতে চলায় অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।

এখন দেখার বিষয়, সরকার আনুষ্ঠানিকভাবে কবে থেকে এই ছুটির ঘোষণা দেয় এবং এই দীর্ঘ ছুটি সরকারি কাজকর্মের ওপর কতটা প্রভাব ফেলে। তবে, সাপ্তাহিক ছুটি বাতিলের সিদ্ধান্ত এটাই ইঙ্গিত দেয় যে, সরকার ঈদের পূর্বে কাজের ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#অফিস #সরকারি ছুটি