প্রতিবন্ধীবান্ধব ডিজিটাল সেবা নিশ্চিতে কাজ করছে সরকার | বিবিধ নিউজ

প্রতিবন্ধীবান্ধব ডিজিটাল সেবা নিশ্চিতে কাজ করছে সরকার

‘আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, যেখানে সব নাগরিক, বিশেষত প্রতিবন্ধী ব্যক্তিরা, সমানভাবে সব ডিজিটাল সেবা ব্যবহার করতে পারেন। আর সেই লক্ষ্যেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

#ওয়েবসাইট #শিক্ষা উপকরণ #মোবাইল অ্যাপ

ছবি : সংগৃহীতছবি : সংগৃহীত

দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহৃত ডিজিটাল সেবা, শিক্ষা উপকরণ, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং ডিজিটাল কনটেন্টগুলো যেন প্রতিবন্ধীবান্ধব বৈশিষ্ট্যসম্পন্ন হয়।

সেই বিষয়ে সবার মাঝে সচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) ‘গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে’ বা বৈশ্বিক অভিগম্যতা সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা এই আহ্বান জানান।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করে এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং ফ্রেন্ডশিপ।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘আমরা ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজি এবং আইসিটি রিফর্ম রোডম্যাপে ডিজিটাল অভিগম্যতাকে সুস্পষ্টভাবে স্থান দিয়েছি, যা সরকারি নীতির সঙ্গে প্রযুক্তির সমন্বয়ের একটি উৎকৃষ্ট উদাহরণ।

পাশাপাশি আমরা ইতোমধ্যে প্রযুক্তিগত মানদণ্ড, সিকিউরিটি এবং ইনক্লুসিভ ডিজাইন—এই তিনটি স্তরে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটির সংস্থান নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছি।’

বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব শীষ হায়দার চৌধুরী বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, যেখানে সব নাগরিক, বিশেষত প্রতিবন্ধী ব্যক্তিরা, সমানভাবে সব ডিজিটাল সেবা ব্যবহার করতে পারেন। আর সেই লক্ষ্যেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

সভায় আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোস্তফা কামাল, ফ্রেন্ডশিপের ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টরের ঊর্ধ্বতন পরিচালক আয়েশা তাসিন খান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন মনসুর আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব এবং এটুআই প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম ও শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এটুআইয়ের হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আবদুল্লাহ আল ফাহিম।

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে প্রতি বছর মে মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশ্বজুড়ে পালন করা হয় বৈশ্বিক অভিগম্যতা সচেতনতা দিবস। এই দিবসের মূল লক্ষ্য হলো বিশ্বের এক বিলিয়নেরও বেশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করার ব্যাপারে সচেতনতা তৈরি করা।

এটুআই বাংলাদেশের একমাত্র সরকারি উদ্যোগ, যারা বিশেষভাবে প্রতিবন্ধীদের ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করতে কাজ করছে।

দিবসটি উপলক্ষে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। এ বছর সম্মাননা পেয়েছে গ্রামীণফোনের সাইনলাইন (বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য ইশারা ভাষা অনলাইন কাস্টমার সার্ভিস), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি (প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মাল্টিমিডিয়া টকিং বই) এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ (প্রতিবন্ধীবান্ধব ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করার জন্য ‘সেলফিন’ অ্যাপ)।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ওয়েবসাইট #শিক্ষা উপকরণ #মোবাইল অ্যাপ