ভিসি নিয়োগে বিএনপি-জামাতের শিক্ষক খোঁজা সরকারের বড় ভুল | বিশ্ববিদ্যালয় নিউজ

ভিসি নিয়োগে বিএনপি-জামাতের শিক্ষক খোঁজা সরকারের বড় ভুল

তাদের দৃষ্টি আওয়ামী লীগের ফেলে যাওয়া শূন্য স্থান কিভাবে দখলে নেয়া যায়। কিভাবে বিশ্ববিদ্যালয়কে নিজ দলের ঘাঁটি বানানো যায়।

#কামরুল হাসান মামুন #উপাচার্য #জামায়াত #বিএনপি #শিক্ষক

বর্তমান সরকারের সবচেয়ে বড় ভুল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি নিয়োগ দিতে গিয়ে তারা জামাত-বিএনপির শিক্ষক খুঁজেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন।

শুক্রবার (১৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে অধ্যাপক মামুন এ কথা বলেন।

তার পোস্টটি দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো-

বর্তমান সরকারের সবচেয়ে বড় ভুল হলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি নিয়োগ দিতে গিয়ে তারা জামাত-বিএনপির শিক্ষক খুঁজেছে। ভিসি এক দলের হলে প্রোভিসি অন্য দলের।

এর ফলে এরা কোথাও টিম হয়ে কাজ করতে পারেনি যার পরিনাম দেখেছি কুয়েটে, বরিশালে এবং অন্যত্র অনেক জায়গায় যা হয়ত সারফেসে এখনো আসেনি।

এই ভিসি-প্রোভিসিরা নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা উন্নয়নে কাজের পরিবর্তে তাদের নিজ নিজ দলের মতাদর্শ প্রচারে বেশি মনোযোগী।

তাদের দৃষ্টি আওয়ামী লীগের ফেলে যাওয়া শূন্য স্থান কিভাবে দখলে নেয়া যায়। কিভাবে বিশ্ববিদ্যালয়কে নিজ দলের ঘাঁটি বানানো যায়।

এইজন্য দেখবেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও প্রমোশন নীতিমালা সংস্কারে তাদের কোন মনোযোগ নাই।

৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেয়ার মত যোগ্য ভিসি বাংলাদেশে নাই। তাই উচিত ছিল বিশ্বমানের প্রবাসী বাংলাদেশি বা বিদেশিদের এনে নিয়োগ দেয়া।

নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিসি-প্রোভিসি বানালে এরা সবাইকে চেনে এবং রাগ অনুরাগের বাহিরে গিয়ে প্রশাসন চালাতে পারে না।

অভ্যুথানের মাধ্যমে একটা সুযোগ এসেছিল একটু চেষ্টা করে দেখা। কিন্তু কিছুই হচ্ছে না। ধীরে ধীরে সব আশা মরে যাচ্ছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#কামরুল হাসান মামুন #উপাচার্য #জামায়াত #বিএনপি #শিক্ষক