এআই প্রশিক্ষণে বই ব্যবহার, মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা লেখকদের | বিবিধ নিউজ

এআই প্রশিক্ষণে বই ব্যবহার, মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা লেখকদের

অনুমতি ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণে তাদের বই ব্যবহার করার অভিযোগে মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছেন একদল লেখক।

#এআই

অনুমতি ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণে তাদের বই ব্যবহার করার অভিযোগে মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছেন একদল লেখক।

কাই বার্ড, জিয়া টোলেন্টিনো, ড্যানিয়েল ওক্রেন্টসহ আরও কয়েকজন লেখক অভিযোগ করেছেন, মাইক্রোসফট তাদের বইয়ের পাইরেটেড কপি ব্যবহার করে এআই মডেলকে মানুষের প্রম্পটে সাড়া দেওয়ার জন্য প্রশিক্ষণ দিচ্ছে।

গত ২৪ জুন নিউ ইয়র্কের ফেডারেল আদালতে দায়ের করা এ মামলাটি লেখক, সংবাদমাধ্যম ও অন্যান্য কপিরাইটধারীদের মেটা, অ্যানথ্রপিক, মাইক্রোসফটের সহায়তায় পরিচালিত ওপেনএআইসহ প্রযুক্তি কোম্পানিগুলো বিরুদ্ধে একই অভিযোগে আনা বেশকয়েকটি মামলার মধ্যে অন্যতম একটি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

মাইক্রোসফটের বিরুদ্ধে এ অভিযোগটি আনার ঠিক একদিন আগে ক্যালিফোর্নিয়ার ফেডারেল বিচারক রায় দিয়েছেন, অ্যানথ্রপিক যুক্তরাষ্ট্রের কপিরাইট আইনের আওতায় নিজেদের এআই মডেল প্রশিক্ষিত করার জন্য লেখকদের বই ন্যায্যভাবে ব্যবহার করেছে।

জেনারেটিভ এআই প্রশিক্ষণের জন্য অনুমতি ছাড়া কপিরাইটযুক্ত লেখা ব্যবহারের বৈধতা নিয়ে এটিই ছিল প্রথম কোনো রায়।

মামলার বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও মাইক্রোসফটের মুখপাত্ররা সাড়া দেননি। লেখকদের একজন আইনজীবীও মন্তব্য করতে রাজি হননি।

লেখকদের অভিযোগ মাইক্রোসফট মেগাট্রনকে প্রশিক্ষণের জন্য প্রায় দুই লাখ পাইরেটেড বই ব্যবহার করেছে। মেগাট্রন এমন একটি অ্যালগরিদম যা ব্যবহারকারীর প্রম্পটে টেক্সটের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়।

মাইক্রোসফট পাইরেটেড ডেটাসেট ব্যবহার করে একটি ‘কম্পিউটার মডেল তৈরি করেছে যা কেবল হাজার হাজার লেখক ও ক্রিয়েটরদের কাজের ওপর ভিত্তি করে তৈরি হয়নি বরং কপিরাইটযুক্ত ওই কাজগুলোর বাক্য গঠন, কণ্ঠ ও থিমগুলোর অনুকরণ করে বিশাল পরিসরে অভিব্যক্তি প্রকাশ করতে পারবে।

প্রযুক্তি কোম্পানিগুলো যুক্তি দিয়েছে তারা নতুন, পরিবর্তিত কনটেন্ট তৈরি জন্য কপিরাইটযুক্ত লেখার ন্যায্য ব্যবহার করছে এবং কপিরাইটধারীদের তাদের কাজের জন্য অর্থ দিতে বাধ্য করা ক্রমবর্ধমান এআই ইন্ডাস্ট্রিকে বাধাগ্রস্থ করতে পারে।

লেখকরা আদালতের কাছে মাইক্রোসফটের কপিরাইট লঙ্ঘন বন্ধ চেয়ে এবং প্রতিটি কপিরাইটওয়ালা কনটেন্টের জন্য দেড় লাখ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করেছেন।

#এআই