ছবি : সংগৃহীত
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ক্যাম্পাসের অভ্যন্তরে গেস্ট হাউজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ক্যাম্পাসের আবাসিক ভবনের দুটি ফ্লোরে গেস্ট হাউজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে রংপুর শহরের ইসলামবাগে ভাড়া বাড়িতে বিশ্ববিদ্যালয়ের কাজে আগত অতিথিদের জন্য গেস্ট হাউজের ব্যবস্থা করা ছিলো। ভাড়া বাসা ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গেস্ট হাউজ স্থাপন করার ফলে যাতায়াতের ভোগান্তি লাঘব হবে এবং পরিচালনার খরচও কমে আসবে। উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ও ঢাকায় মোট দুটি গেস্ট হাউজ আছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।