মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খানের নাম ও ছবি ব্যবহার করে টাকা দাবি করছে একদল হ্যাকার। এ ব্যাপারে সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মহাপরিচালক।
শনিবার তিনি নিজেই দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেন। নিজের ফেসবুক আইডির এক পোস্টে মহাপরিচালক বলেন, আমার ছবি ও নাম ব্যবহার করে হ্যাকাররা টাকা কর্জ বা টাকা দাবি করছে বলে জানা যাচ্ছে। কোনোভাবেই কারো সাথে এ ধরনের লেনদেন করবেন না।
তিনি আরো বলেন, বর্তমানে আমি বা আমার পক্ষে কেউ ব্যক্তিগতভাবে কোনো আর্থিক লেনদেনে জড়িত নই। তাই কেউ যদি আমার নাম ব্যবহার করে যোগাযোগ করে, তাহলে অনুগ্রহ করে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।
এ ধরনের ডিজিটাল প্রতারণা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান মহাপরিচালক। একইসঙ্গে সাধারণ মানুষকে প্রযুক্তি ব্যবহারে সচেতন থাকার পরামর্শও দেন তিনি।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের দাপ্তরিক ফোন নম্বরটি হ্যাকড করে বিভিন্ন নম্বরে ১৫ হাজার টাকা চাচ্ছিলেন হ্যাকাররা। বিষয়টি নজরে আসার পর ডিবির পক্ষ থেকে নম্বরটি বন্ধ করে দেয়া হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।