৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা: কানে হিয়ারিং এইড নিষিদ্ধ, মোবাইল-ঘড়ি নিয়ে কঠোর নির্দেশনা | পরীক্ষা নিউজ

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা কানে হিয়ারিং এইড নিষিদ্ধ, মোবাইল-ঘড়ি নিয়ে কঠোর নির্দেশনা

৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ২৪ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৩ আগস্ট পর্যন্ত, আর পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ থেকে ২১ আগস্ট পর্যন্ত।

#৪৬তম বিসিএস #লিখিত পরীক্ষা

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিতে হলে পরীক্ষার্থীদের কানে কোনো আবরণ রাখা যাবে না। হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে নিতে হবে কমিশনের অনুমোদন। বই, মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটর, এমনকি গহনা বা ব্যাগও সম্পূর্ণ নিষিদ্ধ। এমন কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ২৪ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৩ আগস্ট পর্যন্ত, আর পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ থেকে ২১ আগস্ট পর্যন্ত।

পরীক্ষা হলে যা নিষিদ্ধ: বই, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক ও প্রোগ্রামেবল ক্যালকুলেটর, যেকোনো ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক ও ক্রেডিট কার্ড, গহনা, ব্রেসলেট ও ব্যাগ এইসব সামগ্রী পরীক্ষাকেন্দ্রে সম্পূর্ণ নিষিদ্ধ। এর যেকোনোটি সঙ্গে পাওয়া গেলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। ভবিষ্যতেও পিএসসির অধীনে কোনো নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন না তিনি।

প্রবেশে থাকবে কড়া নজরদারি: পরীক্ষার দিন প্রবেশপত্র যাচাইয়ের পাশাপাশি মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশি চালাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও উপস্থিত থাকবেন।

পরীক্ষার আগে এসএমএসের মাধ্যমে প্রার্থীদের ফোনে নিষিদ্ধ সামগ্রী না আনার বিষয়ে সতর্কবার্তা পাঠানো হবে, যা মেনে চলার জন্য নির্দেশনা দিয়েছে কমিশন।

কানে হিয়ারিং এইড ব্যবহারে লাগবে অনুমোদন: পরীক্ষার সময় কানের ওপর কোনো কাপড় বা হেয়ারব্যান্ড পরা যাবে না। কেউ যদি হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন অনুভব করেন, তাহলে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ কমিশনের পূর্বানুমোদন নিতে হবে।

আইন ভঙ্গে কঠোর শাস্তি: নিষিদ্ধ সামগ্রী বহন বা বিধি লঙ্ঘনের অভিযোগে পরীক্ষার্থী দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) বিধিমালা ২০১৪ অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩-এর ধারা ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুযায়ী শাস্তি কার্যকর হবে।

প্রসঙ্গত, এবারের ৪৬তম বিসিএসে রেকর্ডসংখ্যক প্রার্থী আবেদন করেছেন। পিএসসি জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার বাড়তি নিরাপত্তা ও প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে নজরদারি থাকবে সর্বোচ্চ পর্যায়ে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#৪৬তম বিসিএস #লিখিত পরীক্ষা