জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স তৃতীয় বর্ষেয় পরীক্ষার শুরু হবে ২৪ এপ্রিল। এ পরীক্ষার সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২৬ মে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।
বৃহস্পতিবার এ সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, প্রতিদিন এক শিফটে দুপুর ১টায় পরীক্ষা শুরু হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় ধরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় যথাসময় জানানো হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদেরকে স্ব স্ব কলেজে যোগাযোগ করে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।