স্কুল-কলেজের সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য আবেদন কার্যক্রম চলমান রয়েছে। উপবৃত্তি পেতে আগ্রহী শিক্ষার্থীরা ১৭ মার্চ পযর্ন্ত নির্ধারিত ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন জমা দিতে পারবেন। আর ২৪ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালক ও পরিচালকের কার্যালয়ে এই আবেদন পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে।
এই বৃত্তির জন্য শুধু অটিস্টিক, উপজাতীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি ও একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবেন।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, উপবৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদেরকে নির্ধারিত তারিখের মধ্যে নিজের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফরম সংগ্রহ করে সেই ফরম নির্ভুলভাবে পূরণ করে তথ্য ফরমে উল্লিখিত শর্ত অনুযায়ী প্রয়োজনীয় প্রমাণের কাগজপত্র-তথ্যসহ নিজ প্রতিষ্ঠানেই জমা দিতে হবে।
আগামী ২৪ মার্চের মধ্যে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের পাওয়া আবেদন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেটের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালকের (মাধ্যমিক) কার্যালয়ে এবং একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের আবেদনপত্র আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে।
অধিদপ্তর আরো জানায়, ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ে এ সংক্রান্ত কোনো আবেদন গ্রহণ করা হয় না। তাই শিক্ষার্থী কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদনপত্র এ কার্যালয়ে দাখিল করা হলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।
নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়সমূহে ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ‘ফরম নম্বর-১’ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণিতে পড়া শিক্ষার্থীদের জন্য ‘ফরম নম্বর-২’ পূরণ করে আঞ্চলিক উপপরিচালক-পরিচালকের কার্যালয়ে প্রতিষ্ঠান প্রধানরা আবেদনপত্র অগ্রায়ণ করবেন। বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.dshe.gov.bd ভিজিট করতে পারেন।