২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী অর্ধনমিত রাখতে হবে ও জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে নিজ কর্মসূচি গ্রহণ করতে বলা হয়েছে। এ সংক্রান্ত চিঠি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গত ৭ জানুয়ারির ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫’ উদযাপন সংক্রান্ত সভার সিদ্ধান্ত ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চিঠির নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরকে নির্ধারিত কর্মসূচি পালনের জন্য বলা হলো।
কর্মসূচিগুলো হলো-একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরে পতাকা বিধিমালা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষে জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব-স্ব কর্মসূচি প্রণয়ন করে দিবসটি উদযাপনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।