ছবি : দৈনিক শিক্ষাডটকম
২০২৬ খ্রিষ্টাব্দের সব বিষয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা এইচএসসি পরীক্ষা। একই সঙ্গে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণি এবং ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে পূর্ণাঙ্গভাবে ও অনিয়মিত-সকল শিক্ষার্থীরদের অভিন্ন সিলেবাস কার্যকর হবে।
বুধবার (৯ জুলাই) কারিগরি শিক্ষা বোর্ড এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য বাংলা ও ইংরেজি বিষয়ের নির্ধারিত বইয়ের পরিমার্জিত সংস্করণ করা হয়েছে।
২০২৪ খ্রিষ্টাব্দের আলোকে কারিগরি শিক্ষা বোর্ডের ২ বছর মেয়াদি এইচএসসি (ভোকেশনাল), বিএমটি ও ডিপ্লোমা ইন-কর্মাস শিক্ষাক্রমের বাংলা ও ইংরেজি বিষয়ের অভিন্ন সিলেবাস প্রণয়ন করা হয়েছে। যা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণি এবং ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে পূর্ণাঙ্গভাবে ও অনিয়মিত-সব শিক্ষার্থীদের জন্য কার্যকর হবে। তবে ২০২৬ খ্রিষ্টাব্দের সব বিষয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।