পর্দা নিয়ে মন্তব্যের জেরে শিক্ষিকাকে গ্রেফতারের দাবি | কলেজ নিউজ

পর্দা নিয়ে মন্তব্যের জেরে শিক্ষিকাকে গ্রেফতারের দাবি

এর আগে, শনিবার লাকী খাতুনের নাগেশ্বরীর সাপখাওয়া বাড়ি ঘেরাও করে তৌহিদি জনতা।

#কলেজ #শিক্ষার্থী

নারীদের পর্দা নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক লাকী খাতুনকে গ্রেফতারের দাবি জানিয়েছে কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

রোববার (৪ মে) কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করে ওই প্রভাষকের বিচারের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েল, সহকারী অধ্যাপক আজাদ হোসেন, শিক্ষার্থী আনিসুর রহমান প্রমুখ।

এর আগে শুক্রবার লাকী খাতুন তার ফেসবুক পেজে নারীদের পর্দা প্রথা নিয়ে মন্তব্য করে একটি পোস্ট দেন। এরপর শনিবার লাকী খাতুনের নাগেশ্বরীর সাপখাওয়া বাড়ি ঘেরাও করে তৌহিদি জনতা।

এরপর থেকে লাকী খাতুন পলাতক রয়েছে।

#কলেজ #শিক্ষার্থী