ছবি : দৈনিক শিক্ষাডটকম
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গাফেলতি ও দায়িত্বহীনতার কারণে বাংলাদেশ রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় বঞ্চিত হয়েছেন অনেক পরীক্ষার্থী। নিয়োগ পরীক্ষার হলে গিয়ে সিট পাননি। এমন অভিযোগ করেছেন একদল পরীক্ষার্থীরা। এমন অব্যবস্থাপনার জন্য নিয়োগ পরীক্ষাটি বাতিলের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে পরীক্ষার্থীরা এ ব্যাপারে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে পরীক্ষার্থীরা। মানববন্ধনে এ দাবি জানান তারা।
মো. সজীব হোসেন নামে এক পরীক্ষার্থী বলেন, আমার পরীক্ষাকেন্দ্র ছিল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর। প্রবেশপত্র অনুযায়ী যথাসময়ে উপস্থিত হয়ে নির্ধারিত কক্ষে গেলে দেখা যায়, সিট প্ল্যান অনুযায়ী আমার রেজিস্ট্রেশন নম্বরযুক্ত কোনো আসন নেই, পরে সেই রুমের সিগনেচার শিটে আমার নাম ও রেজিস্ট্রেশন নম্বরও খুঁজে পেলাম না।
ফলে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক আমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেননি। বরং ২য় তলায় অবস্থানকৃত একজন পিএসসির কর্মকর্তার নিকট পাঠায়, তিনিও রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী চেক করে সব ঠিক পায় আর আমার পরীক্ষার রোল অনুযায়ী আমার রুম নম্বর (R-1318, Second Floor, শিক্ষা ভবন-১, যা সংযুক্ত করে দিলাম) খুঁজে পাওয়া গেলেও সেই রুমের সিগনেচার শিটে আমার নাম, রোল পায়নি, ফলে তিনিও বিভিন্ন জনের সাথে কথা বললো ও আলাপ আলোচনা করেও কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারলেন না।
জানা গছে, ২৮ জুন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা। পরীক্ষার নামে তিনবার সিটপ্ল্যান পুনরায় নোটিশ দেয়ার পরও ভুল ছিলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।