রাজধানীর সাতটি সরকারি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই বাতিলের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহম্মদ গণমাধ্যমকে জানান, চলতি শিক্ষাবর্ষ ২০২৫-২০২৬ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর সাত কলেজের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে না। তবে, পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা করতে প্রস্তুত থাকবে।
রেজিস্ট্রার আরও জানান, এর আগে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সাত কলেজের অধিভুক্তি বাতিলের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সিন্ডিকেট সভায় সেই সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে শিক্ষার মানোন্নয়ন এবং একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এই সাতটি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। এই কলেজগুলোতে বর্তমানে প্রায় দুই লক্ষ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। এই কলেজগুলোর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে থেকে নিজেদের শিক্ষাজনীবনের অনেক ক্ষয়ক্ষতির দাবি তুলে অধিভুক্তি বাতিলের দাবিতে বহুবার আন্দোলনেও নেমেছেন। সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যে নিজেদের জন্য পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় দাবি করে আন্দোলন, অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তাদের সাথে সরকারের একটি রফা দফাও হয়েছে এ বিষয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের ফলে কলেজগুলোর ভর্তি প্রক্রিয়া এবং একাডেমিক কার্যক্রম ভবিষ্যতে কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আলোচনাও করতে হবে নতুন করে। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়টি তারা গুরুত্বের সাথে বিবেচনা করবেন। পরীক্ষা সংক্রান্ত সহযোগিতার প্রস্তাব আসলে তারা সহযোগিতার জন্য প্রস্তুত আছেন।
সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের এই সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। দীর্ঘ সাত বছর পর কলেজগুলো পুনরায় তাদের স্বকীয়তা ফিরে পাবে, নাকি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে যাবে, তা এখন সময়ের অপেক্ষা। তবে, এই সিদ্ধান্তের ফলে কলেজগুলোর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে যে পরিবর্তন আসবে, তা স্পষ্ট।