আগামী ৩১ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (৩০ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। সর্বশেষ এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে।
নির্বাচনের বিস্তারিত তথ্য:
· ভোট গ্রহণের তারিখ: ৩১ জুলাই ২০২৫
· ভোট গ্রহণের স্থান: বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন
· মোট ভোটার: প্রায় ১২ হাজার
· মনোনয়নপত্র বিতরণ: ২ জুন থেকে ৫ জুন পর্যন্ত
· মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ৬ জুন
· মনোনয়নপত্র বাছাই: ৮ জুন
· প্রার্থিতা প্রত্যাহার: ১০ জুন থেকে ১২ জুন পর্যন্ত
· চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ১৩ জুন
· প্রচারণা: ১৪ জুন থেকে ২৯ জুলাই পর্যন্ত
· নির্বাচন: ৩১ জুলাই
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, জাকসু পরিবেশ পরিষদের সদস্য সচিব বিশ্বিবদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
দীর্ঘ ৩২ বছর পর নির্বাচন হওয়ায় এটি শিক্ষার্থীদের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নে নতুন নেতৃত্ব উঠে আসবে বলে মনে করা হচ্ছে। জাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।
দীর্ঘ ৩২ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা আশা করছেন, এই নির্বাচনের মাধ্যমে তাদের অধিকার আদায় এবং ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নে নতুন নেতৃত্ব উঠে আসবে।