ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় | বিশ্ববিদ্যালয় নিউজ

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করেন। পরীক্ষার্থীরা তাদের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত) নিজস্ব আবেদন নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

#ভর্তি #খুলনা বিশ্ববিদ্যালয় #খুবি #অর্নাস

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করেন।

পরীক্ষার্থীরা তাদের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত) নিজস্ব আবেদন নম্বর অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

এর আগে, গত ১৭ ১৮ এপ্রিল খুলনা বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটে (, বি, সি, ডি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান, কলা, বাণিজ্য এবং আইন অনুষদভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়।

এবছর খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছিল। চারটি ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ছিল লক্ষ হাজার ৬৮৫ জন। বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা সীমিত থাকায় প্রতিটি আসনের বিপরীতে গড়ে ৯৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই বিপুল সংখ্যক আবেদন প্রতিযোগিতা কতটা তীব্র ছিল, তা স্পষ্ট করে তোলে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফল প্রকাশের পর খুব শীঘ্রই ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের নিয়মিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট নোটিশ বোর্ড অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠ এবং প্রতি বছর এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন বিভাগে ভর্তির জন্য আবেদন করে থাকে। এবারের রেকর্ড সংখ্যক আবেদন সেই চাহিদারই প্রতিফলন। এখন দেখার বিষয়, মেধাবী শিক্ষার্থীরা তাদের পছন্দের বিষয়ে ভর্তির সুযোগ পান কি-না। 

#ভর্তি #খুলনা বিশ্ববিদ্যালয় #খুবি #অর্নাস