চিকিৎসা ভিসায় ‘গ্রিন চ্যানেল’ সুবিধায় বাংলাদেশীরা | বিবিধ নিউজ

চিকিৎসা ভিসায় ‘গ্রিন চ্যানেল’ সুবিধায় বাংলাদেশীরা

ঢাকাস্থ চীনা দূতাবাস বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়াকরণে বিশেষ সুবিধা হিসেবে ‘গ্রিন চ্যানেল’ চালু করেছে। এই নতুন ব্যবস্থার অধীনে, ভিসার জন্য আবেদনকারীদের নথিপত্রের প্রক্রিয়া যেমন সহজ হবে, তেমনই দ্রুত ভিসা প্রদানের পদক্ষেপ নেওয়া হবে। রোববার, ঢাকাস্থ চীনা দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

#চীন #বাংলাদেশ #প্রধান উপদেষ্টা

ঢাকাস্থ চীনা দূতাবাস বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়াকরণে বিশেষ সুবিধা হিসেবে ‘গ্রিন চ্যানেল’ চালু করেছে।

এই নতুন ব্যবস্থার অধীনে, ভিসার জন্য আবেদনকারীদের নথিপত্রের প্রক্রিয়া যেমন সহজ হবে, তেমনই দ্রুত ভিসা প্রদানের পদক্ষেপ নেওয়া হবে।

রোববার, ঢাকাস্থ চীনা দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এই নতুন উদ্যোগের ফলে, এখন থেকে বাংলাদেশের লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সিগুলো চিকিৎসার উদ্দেশ্যে চীনগামী যাত্রীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং আত্মীয়তার প্রমাণপত্র গ্যারান্টি হিসেবে জমা দিতে পারবে।

এর আগে এই ধরনের নথিপত্রের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ সত্যায়ন বা ডকুমেন্ট অথেনটিকেশন এর প্রয়োজন হতো, যা এখন থেকে আর লাগবে না।

এটি ভিসা আবেদনকারীদের জন্য একটি বড় ধরনের সুবিধা, যা প্রক্রিয়াটিকে অনেক সরল করবে।

এছাড়াও, মেডিকেল ভিসার জন্য ভিসা আবেদন কেন্দ্রে একটি পৃথক কাউন্টার চালু করা হয়েছে। এর ফলে, চিকিৎসা ভিসার জন্য আবেদনকারী ব্যক্তিরা আর দীর্ঘ লাইনে অপেক্ষা না করে সরাসরি তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন।

দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়েছে যে, জরুরি চিকিৎসার ক্ষেত্রে একই দিনে ভিসা পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এটি নিঃসন্দেহে মুমূর্ষু রোগীদের জন্য অত্যন্ত সহায়ক একটি পদক্ষেপ।

‘গ্রিন চ্যানেল’ ব্যবস্থার আওতায়, ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের ক্ষেত্রেও বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। তাদের সাধারণ আবেদনকারীদের লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন হবে না।

এমনকি, যদি কোনো ব্যক্তি শারীরিক অসুস্থতার কারণে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে না পারেন, তবে ট্রাভেল এজেন্সির দেওয়া গ্যারান্টিপত্রের মাধ্যমে রিমোট বা দূরবর্তী সাক্ষাৎকারের সুযোগও পাবেন। এই সুবিধাটি বিশেষভাবে বয়স্ক এবং গুরুতর অসুস্থ রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চীনা দূতাবাসের এই উদ্যোগটি বাংলাদেশ এবং চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা করা যাচ্ছে। বিশেষত স্বাস্থ্যখাতে সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এর মাধ্যমে, বাংলাদেশের বহু মানুষ যারা উন্নত চিকিৎসার জন্য চীনে যেতে চান, তারা এখন তুলনামূলকভাবে কম সময়ে এবং সহজ প্রক্রিয়ায় ভিসা করতে পারবেন।

এই ‘গ্রিন চ্যানেল’ সুবিধা চালুর মাধ্যমে চীনা দূতাবাস একদিকে যেমন ভিসা প্রক্রিয়াকে সহজ করলো, তেমনি অন্যদিকে বাংলাদেশি নাগরিকদের প্রতি তাদের বন্ধুত্বের বহিঃপ্রকাশ ঘটালো।

আশা করা যায়, এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। চিকিৎসা ভিসার জন্য অপেক্ষারত বাংলাদেশি নাগরিকদের জন্য এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত ইতিবাচক খবর।

দূতাবাসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত মার্চ মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় দুই দেশের নেতৃবৃন্দের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি এবং কর্মী বিনিময় সহজ করার বিষয়ে একটি ঐকমত্যে পৌঁছেছিলেন।

এই ঐকমত্যের ফলস্বরূপই চিকিৎসা ভিসার জন্য এই বিশেষ ব্যবস্থা বা ‘গ্রিন চ্যানেল’ চালু করা হয়েছে।

#চীন #বাংলাদেশ #প্রধান উপদেষ্টা