পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে 'যুদ্ধের পদক্ষেপ' হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি এই মন্তব্য করেন।
শাহবাজ শরিফ বলেন, ভারতের এই হামলার বিরুদ্ধে পাকিস্তানের উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। পাকিস্তান সেই জবাব দিচ্ছে। তিনি আরও বলেন, 'শত্রুকে কখনোই তার ঘৃণ্য উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না।'
এই ঘটনার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।
মঙ্গলবার দিবাগত রাতে ভারত তাদের ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করে পাকিস্তানের নয়টি স্থানে ক্ষেপনাস্ত্র হামলা করে। যদিও ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা সন্ত্রাসী গোষ্টির স্থাপনায় হামলা করেছে। তাদের লক্ষ্যবস্তুর মধ্যে পাকিস্তানী সেনা সদস্য বা পাকিস্তানের কোন সামরিক স্থাপনা ছিলো না।
তবে পাকিস্তান ইতিমধ্যে দাবি করেছে গভীর রাতে ভারত যে হামলা করেছে তাদের তাদের কমপক্ষে তিন নাগরিকের প্রাণহানী হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আরো ১২ জন।
বিশ্লেষকদের মতে, এই ঘটনাটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির জন্য একটি বড় হুমকি। তারা উভয় দেশের সরকারকে উত্তেজনা প্রশমনের জন্য আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।