পিরোজপুরের নেছারাবাদে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুমাইয়া (১৬) নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে ফেল করায় অভিমানে ওই ছাত্রী আত্মহত্যা করতে পারেন।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার আরামকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে। সুমাইয়া ওই গ্রামের বাসিন্দা ও উপজেলার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমীন জানান, শুনেছি পরীক্ষায় ফেল করে সুমাইয়া নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পোস্টমার্টেমের জন্য ব্যবস্থা চলছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সুমাইয়া এ বছর নেছারাবাদ উপজেলার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ছিলেন। গতকাল বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হলে সুমাইয়া গণিত বিষয়ে অকৃতকার্য হয়।
সুমাইয়ার চাচা মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার দিন দুপুরে তার বাবা জুমার নামাজ পড়তে যায়। তার মা নাসিমা বেগম বাড়ির পাশে নিজেদের দোকানে কাজ করছিলেন। এর কিছু সময় পর তার মা বাসায় গিয়ে দেখেন দরজা লাগানো। দরজার ফাঁক দিয়ে দেখেন তার মেয়ে ঘরের মধ্যে ঝুলে আছে। এ সময় তিনি ডাক-চিৎকার দিলে সবাই ছুটে এসে সুমাইয়াকে উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সুমাইয়ার মা নাসিমা বেগম বলেন, সুমাইয়া ছাড়া আমাদের কেনো সন্তান নেই। সে এবারের এসএসসি পরীক্ষায় এক পেপারে ফেল করে মন খারাপ করে ঘরে চুপ ছিলো। আমিসহ তার বাবা ওকে অনেক বুঝিয়ে মনবল শক্ত করার চেষ্টা করেছি। পরীক্ষায় ফেল করে শুক্রবার ঘরের মধ্যে আমার স্বামীর গামছা গলায় পেঁচিয়ে ঝুলছে।
সুমাইয়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, মেয়েটি খুবই ভদ্র ছিলো। দুর্ভাগ্যবশত এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়ে আবেগে এ ঘটনা ঘটাতে পারে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।