বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে আসরের পর | বিবিধ নিউজ

বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে আসরের পর

তিনি জানান, রেওয়াজ অনুযায়ী বয়ান মঞ্চের মিম্বরের কামরার পাশে শনিবার সকাল থেকেই যৌতুকবিহীন বিয়ের হবু দম্পতির নামের তালিকাভুক্তির কাজ শুরু হয়। তালিকুভুক্তির পর হবু দম্পতির লোকজনদের কাছে একটি করে সিরিয়ালের টোকেন দেওয়া হয়। আসর নামাজের আগ পর্যন্ত নাম তালিকাভুক্ত করা হয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর আসরের নামাযের পর বয়ান মঞ্চ থেকেই এ বিয়ে পড়ানো হয়।

প্রতি বছরের ন্যায় এবারও টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব এজতেমার আসর। এটি বিশ্ব এজতেমার ৫৮তম পর্ব। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) প্রথম পর্বের এজতেমার দ্বিতীয় দিন। এজতেমার অন্যতম প্রধান আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে আসরের পর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ তাবলিগ জামাতের শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রেওয়াজ অনুযায়ী বয়ান মঞ্চের মিম্বরের কামরার পাশে শনিবার সকাল থেকেই যৌতুকবিহীন বিয়ের হবু দম্পতির নামের তালিকাভুক্তির কাজ শুরু হয়। তালিকুভুক্তির পর হবু দম্পতির লোকজনদের কাছে একটি করে সিরিয়ালের টোকেন দেওয়া হয়। আসর নামাজের আগ পর্যন্ত নাম তালিকাভুক্ত করা হয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর আসরের নামাযের পর বয়ান মঞ্চ থেকেই এ বিয়ে পড়ানো হয়।

নিয়ম অনুযায়ী কনের অনুপস্থিতিতে বর-কনের অভিভাবক এবং বর সশরীরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। বিয়ের আগে বর-কনের উদ্দেশ্যে বয়ান এবং বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। পরে বর-কনের অভিভাবকরা বয়ান মঞ্চের আশপাশে উপস্থিত মানুষদের মধ্যে খেজুর বিতরণ করেন। ‘মোহর ফাতেমী’র নিয়মানুযায়ী এ বিয়েতে মোহরানা ধরা হয় দেড়শ’ তোলা রুপা বা এর সমমূল্যের অর্থ।

শুরায়ে নিজামের প্রথম পর্বের ৩ দিনের এই ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন। ইজতেমা ময়দানে শুক্রবার (৩১ জানুয়ারি) দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়। এতে মুসল্লিদের ঢল নামে। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব এজতেমার প্রথম পর্ব।