কমিউনিটির বিশিষ্টজনদের সন্মানে ফ্রান্সে ইসলামিক সেন্টারের ইফতার | বিবিধ নিউজ

কমিউনিটির বিশিষ্টজনদের সন্মানে ফ্রান্সে ইসলামিক সেন্টারের ইফতার

অনুষ্ঠানের মাদরাসার হিফজ বিভাগের শিশু শিক্ষার্থী নাফিন বিন হারুন পবিত্র কুরআন তেলাওয়াত ও স্থানীয় শিশু শিল্পী ও সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় ইসলামি সংগীত দর্শক শ্রোতাদের মনোমুগ্ধ করে।

কমিউনিটির বিশিষ্টজনদের সন্মানে ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের নেতারা ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে ইফতার মাহফিলটি ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য এক মিলনমেলায় পরিণত হয়।

ইসলামিক সেন্টার সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হাবীব ও সহ সাধারণ সম্পাদক নুরুল ইসলামের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম.তালহা।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বিশ্বে রাজনীতিতে ইসলাম ও মুসলমানদের নিয়ে যে ভুল ধারণা রয়েছে, তা নিরসনে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার ফ্রান্স কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের মাদরাসার হিফজ বিভাগের শিশু শিক্ষার্থী নাফিন বিন হারুন পবিত্র কুরআন তেলাওয়াত ও স্থানীয় শিশু শিল্পী ও সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় ইসলামি সংগীত দর্শক শ্রোতাদের মনোমুগ্ধ করে। ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র আইজুদ্দিন তাইবি।

বিশেষ অতিথি স্থানীয় মেয়র আজেদিন তাইবি বাংলাদেশি কমিউনিটির ভূমিকার প্রশংসা করেন। ইফতার মাহফিলে বক্তব্য প্রদান করেন সেন্টার সভাপতি সিরাজুল ইসলাম সালাহউদ্দিন, কমিউনিটি ব্যক্তিত্ব জালাল আহমেদ, এফএমসি প্রেসিডেন্ট শেখ ওকাসা বেন আহমেদ দাহো, এফএমসি জেনারেল সেক্রেটারি হাজদা মারেকার, ফ্রান্স বিএনপি নেতা এম এ তাহের, স্থানীয় এডজোয়া মেয়র আবদুল হক, স্যুর ম্যাডাম এলুদি, ফাদার ফ্রেডরিক, ফাদার ডমিনিক পেল প্রমুখ।

পরে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব আহমাদুল ইসলাম।