বেরোবিতে সাংবাদিক ও আহত শিক্ষার্থীদের সৌজন্যে ইফতার | বিশ্ববিদ্যালয় নিউজ

বেরোবিতে সাংবাদিক ও আহত শিক্ষার্থীদের সৌজন্যে ইফতার

উপাচার্য সাংবাদিকদের বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আপনারা উন্নতির কোন জায়গায় দেখতে চান, সে বিষয়ে সবার সহযোগিতা চাই। তিনি জানান, এখন থেকে গণমাধ্যমকর্মীদের সৌজন্যে ধারাবাহিকভাবে এই ধরনের ইফতার মাহফিল আয়োজন করা হবে।

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রংপুর মহানগরীতে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা এবং জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

এ সময় উপাচার্য ইফতার মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করায় রংপুরের বিভিন্ন সংগঠনের সাংবাদিকদের ধন্যবাদ জানান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। উপাচার্য সাংবাদিকদের বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আপনারা উন্নতির কোন জায়গায় দেখতে চান, সে বিষয়ে সবার সহযোগিতা চাই। তিনি জানান, এখন থেকে গণমাধ্যমকর্মীদের সৌজন্যে ধারাবাহিকভাবে এই ধরনের ইফতার মাহফিল আয়োজন করা হবে। এ সময় বেরোবি উপাচার্য জুলাই বিপ্লবে আহতদের দ্রুত আরোগ্য লাভ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের সৌজন্যে প্রথমবারের মতো ইফতার মাহফিল আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্র্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক এবং সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ। দোয়া মাহফিলটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব রকিব উদ্দিন আহাম্মেদ।

এ সময় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, দোয়া ও ইফতার মাহফিল কমিটির আহবায়ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।